কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলার বড়তুলাগাঁও গ্রামে দু’বোন বিষপান করেছে। বিষপানে বড় বোন রেহানা আক্তার (১৬) মারা গেলেও ছোট বোন সাথী আক্তার (১৫) মৃত্যুর সন্ধিক্ষনে কাঁতরাচ্ছে। সে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার দিবাগত রাতে দুই বোন ঘুমাতে যাওয়ার আগে ভুলঃবশত কীটনাশক প্রাণ করে। রাতেই দুই বোনকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন তাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার বড় বোন রেহানা আক্তারকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার বড়তুলাগাঁও গ্রামের অধিবাসী আব্দুল মমিনের মেয়ে রেহানা আক্তার ও সাথী আক্তার বিষপান করে। পরিবারের সদস্যদের দাবী ভুলঃবশত ভিটামিন ঔষুধের পরিবর্তে বিষপান করে তারা।
হাসপাতালে থাকা বাবা আবদুল মমিন জানান, তারা শনিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে ভিটামিন ঔষুধ মনে করে ঘরে রাখা কীটনাশক ঔষুধ খেয়ে ফেলে।
কচুয়া থানা উপ-পরির্দশক সাদেকুর রমহান সাদেক ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে বলেন, ভুলঃবশত কীটনাশক প্রাণ করেছে দুই বোন।
কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।