বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আগামীকাল ৪ মার্চ দুদিনের সফরে চাঁদপুর আসছেন। তিনি এদিন সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হবেন। পরে সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নজরুল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর ১২টায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের জে.এম. সেনগুপ্ত রোডস্থ সিটি সেন্টার উদ্বোধন শেষে চাঁদপুর স্টেডিয়াম সংলগ্ন বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় বঙ্গবন্ধু উৎসবে যোগদান করবেন। দুপুর সাড়ে ৩টায় মৈশাদীতে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেল ৫টায় এসএমই মেলার সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় পুরাণবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগদান শেষে পুরাণবাজারে বঙ্গবন্ধু উৎসবে যোগদান করবেন। সকাল ১১টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং দুপুর ১টায় চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। অনুষ্ঠান শেষে দুপুর ৩টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।