কবির হোসেন মিজি
চান্দ্রা বাজারে দুষ্টুমির ছলে মানুষের পেটে গাড়ির চাকার হাওয়া ঢুকিয়ে দিলে মুক্তার ছৈয়াল (৪২) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়। নিহত মুক্তার ছৈয়ালের পিতার নাম ওচমান আলী ছৈয়াল। ঘটনাটি ঘটেছে গত রোববার ১৩ এপ্রিল বেলা ১২টায় হাইমচর উপজেলার চান্দ্রা বাজারের ফাতেমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে। সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তার ছৈয়াল হাইমচর এবং চাঁদপুর রোডে সিএনজি স্কুটার চালাতো এবং গাড়ির চাকায় হাওয়া দিতো চান্দ্রা বাজারের ফাতেমা ইঞ্জিঃ ওয়ার্কসপে। সে প্রায়ই তার পায়ুপথে হাওয়া দিতে দুষ্টামি করতো। গত রোববার সে তার চালিত সিএনজি স্কুটারের চাকায় হাওয়া দিতে চান্দ্রাবাজারে ওই ওয়ার্কসপে যায়। গাড়ির চাকায় হাওয়া দেয়া শেষ হলে মুক্তার ছৈয়াল দুষ্টুমি করে ওয়ার্কসপের কর্মচারী আঃ আউয়ালকে তার পায়ু পথের রাস্তা দিয়ে হাওয়া দিতে বলে। দুষ্টমি করতে করতে এক পর্যায়ে আঃ আউয়াল এবং অজ্ঞাত আরো তিনজন মিলে তাকে জোরপূর্বক তার পায়ু পথ দিয়ে হাওয়া দিতে পাইপ ঢুকিয়ে সুইচ অন করে তার পেটের ভেতরে হাওয়া ফুস করে। বেশ কিছুক্ষণ হাওয়ার পাইপ ধরে রাখলে মুক্তার ছৈয়ালের পেট এবং শরীর ফুলে উঠে। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্যে তাৎক্ষণিক চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে। পরে গতকাল ১৫ এপ্রিল মঙ্গলবার সকালে ঢাকা হাসপাতালে তার মৃত্যু হয়।
এ দিকে মুক্তার ছৈয়ালের মৃত্যুর খবর শোনার পর আঃ আউয়াল পালিয়ে যায়। আজ সকাল ৯টায় জানাজা শেষে বাংলাবাজার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
উল্লেখ্য, মুক্তার ছৈয়াল চান্দ্রা বাজারের উত্তর হাইমচর নয়ানি গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করতো।