আয়েশা শাহনাজ
তোমরা যখন রেস্তোরাঁর
নিয়নবাতির ঝলকানিতে
বিলাসিতার উল্লাসে মাতো,
তখন আমি দেখি ডাস্টবিনের নোংরা
ঘেঁটে একটু খাবারের জন্য
ছোট্ট শিশুর কচি দুটো হাত,
আর দু চোখে রাজ্যের হতাশা।
তোমরা যখন পোষা কুকুরের মুখে
তুলে দাও যত্ন করে আনা দামী খাবার,
তখন আমি দেখি তোমারি গৃহকর্মীর
অভূক্ত পরিবারের হতবিহ্বল দৃষ্টি।
তোমরা যখন নারীস্বাধীনতা নিয়ে
মঞ্চে জ্বালাময়ী বক্তব্য আওড়াও,
তখন আমি দেখি তোমারী প্রাসাদে
নারীর ওপর দানবীয় তাণ্ডবনৃত্য।
তোমরা যখন মানবাধিকার
আন্দোলন নিয়ে মিছিল,
মিটিংয়ে করো উত্তাল রাজপথ,
তখন আমি দেখি তোমারি অঙ্গনে
মানবাধিকারের লাল টকটটকে
চিতায় ঝলসে উঠা ত্বক।
তোমরা যখন বৃদ্ধাশ্রম তৈরি করে
মানব সেবার মশাল জ্বালো,
তখন আমি দেখি সেই বৃদ্ধাশ্রমের
অন্ধকার কক্ষে তোমারি জন্মদাত্রীর
অশ্রুসিক্ত নিঃস্ব হৃদয়ের
বুকচেরা গগণবিদাড়ি আর্তনাদ।
দেখে দেখে আজ ক্লান্ত, অবসন্ন।
বিবর্ণ দৃষ্টি।
তাই এসো জাগাই বিবেক,
ছিড়ে ফেলি মুখোশ,
আর একবার পালন করি
সত্যিকার মনুষ্যধর্মের।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।