রফিকুল ইসলাম,বাবু ঃ
চাঁদপুরের দেবপুর দারুসালাম গাউছিয়া হাফেজিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিম খানার ৩ দিন ব্যাপি বাৎসরিক ইসলামিক সম্মেলন মঙ্গলবার রাতে শেষ হয়েছে । মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ তোহা সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ওয়াজ করেন মাওলানা ওবায়দুর রহমান নাদভী , বায়তুল মোকারম জাতীয় মাসজিদের প্রধান মুয়াজ্জিন মোস্তাক হোছাইন ,মাদ্রাসার পরিচালক মাওলানা এমদাদ উল্লাহ । মাদ্রাসার ৬ জন কুরআনে হাফেজ কে পাগডি ও সাম্মানী দেয়া হয় । মাহফিল শেষে দেশ ও জাতির জন্য দোয়া করা হয় ।