শওকত আলী
দেশের মানুষ এখন আর না খেয়ে মরে না। ছেড়া জামা-কাপড় এখন আর কেউ পড়ে না। জুতা ছাড়া কারো পা এখন আর খালি থাকেনা। এটাই প্রমান করে দেশ আজ মধ্যম আয়ের রাষ্ট্রে পরিনত হচ্ছে। বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত আধুনিক ভবনের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর ৩ আসনের সাংসদ আলহাজ¦ দীপুমনি। এ সময় প্রধান অতিথি আরো বলেন ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এ দেশাটা জঙ্গীবাদ,মানুষ হত্যা,লুটপাট,রাহাজানিতে ডুবে গিয়েছিলো। দেশে জুট-ঝামেলার পাহাড় গিয়েছে। সে সময় এই আমাদের স্বাধীন দেশ সম্পর্কে বিদেশীদের কাছে নেতিবাচক মনোভাব তৈরী হয়েছিলো। আমাদের নেত্রী জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় এসে বলিষ্ঠ ও সাহসী ভূমিকার কারনে আজ আমরা মধ্যম আয়ের রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি। চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার,ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, ৫নং রামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার, স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব মাহবুবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আরশাদ মিয়াজী,যুগ্ন সাধারন সম্পাদক আঃ আজিজ খাঁন বাদল, রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামাল পাটোয়ারী কালাম,সাধারন সম্পাদক মুজিবুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি সোহরাব হোসেন পাটোয়ারী, প্রচার সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী,ওয়ার্ড আওয়ামীলীগনেতা আবু সাইদ বেপারী, ইউনিয়ন কমিউটিনি পলিশিংয়ের রফিকুল ইসলাম পাটোয়ারী,হাজী মিজানুর রহমান, এলাকাবাসীর পক্ষে অ্যাডভোকেট মোরশেদ আলম তালুকদার বাবুল ,মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বোরহান বেপারী, স্থানীয় ইউপি সদস্য মমিন উদ্দিন আহম্মদ, মহিলা সদস্য সুলতানা বেগম প্রমূখ। উল্লেখ্য এদিন উক্ত ইউনিয়নের প্রায় কোটি টাকা ব্যায়ে ৩৩ শতাংশের উপর স্থাপিত এই ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্ধোধনের পাশাপাশি ছোট সুন্দর বাজার থেকে শহীদ মিনার নতুন ভবনের পাশে স্থানান্তরের উদ্ধোধনসহ একই ইউনিয়নের ৩৮টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন করেন এই সাংসদ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।