কচুয়া প্রতিনিধি :দেশ চরম সংঘাতের দিকে যাচ্ছে। বিরোধী দলের এমন মন্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় আছে। বরং বিরোধী দল পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এ ধারা অব্যাহত থাকবে। শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র, নগদ অর্থ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা গুলো বলেন।
তিনি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, পুলিশ বাহিনী ও বর্ডার গার্ড এ লোক নিয়োগে মুক্তিযোদ্ধা সন্তানদের চাকুরীর সুবিধা আরো বাড়ানো হবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিএম আতিকুর রহমানের পরিচালনায় উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ড. শামছুল হক ভূইয়া, সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মীর মোঃ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূইয়া প্রমুখ।