মনিরুজ্জামান বাবলু
স্বাধীন বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্বয়ংসম্পন্ন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে। সেই লক্ষে দলের ভেদাভেদ ভূলে সবাইকে কাজ করার আহবান জানিয়েছেন চাঁদপুর-লক্ষীপুর এলাকার মহিলা আসনের এমপি এ্যাড.নূরজাহান বেগম মুক্তা।
তিনি শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
নূরজাহান মুক্তা বলেন, সংসদ সদস্য হওয়াটা সুখের বিষয় নয়, দায়িত্ব সঠিকভাবে পালন করটাই সুখের। সবাইকে সমান চোখে দেখে উন্নয়ন করতে হবে। সংসদ সদস্য হয়ে ৫ বছর জনগণের জন্য কাজ করে যাবো।
এসময় তিনি চলতি অর্থ বৎসরে প্লাবন ভূমি জলাশয়ে পোনা মাছ অবমুক্তিকরণ কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়াও ঐচ্ছিক তহবিল থেকে দারিদ্রমুক্তিকরণে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও শাড়ী বিতরণ করেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু, জেলা যুবলীগের সদস্য গাজী মো.বিল্লাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এমএ হাসান লিটন, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব রশিদ,যুবলীগ নেতা মোস্তফাজামান রাকিব, মুক্তিযুদ্ধা জনতা লীগের আহবায়ক নূর আহমেদ গাজী, ছাত্রলীগ নেতা একরামুল হক ও রহমত উল্লাহ প্রমুখ।
একই দিনে তিনি জেলার শাহরাস্তি উপজেলা মিলনায়তনে গরীব ও দারিদ্রদের মাঝে ঐচ্ছিক তহবিল থেকে চেক, শাড়ী ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন। চেক ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোজাম্মেল হোসেন। তবে শাহরাস্তি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠান শেষে মডেল একাডেমীর পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করতে দিবে না বলে হট্টোগোল সৃষ্টি করে একদল দুর্বৃত্তরা।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।