শওকত আলী ॥
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি বলেছেন, দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ব্যাপক ভূমিকা ছিলো। দেশকে এগিয়ে নিতে পেশাগত দায়িত্ব পালনে আরো সচেতন থাকতে হবে। তিনি শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি ও প্রেসক্লাবের ২০১৬ সালের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চাঁদপুর থেকে যে কয়টি পত্রিকা প্রকাশিত হচ্ছে, সেগুলোর মধ্যে অনেকগুলোই মান সম্মত। তবে পত্রিকার সার্বিক মান বজায় রাখতে সতর্কতা অবলম্বন করতে হবে। চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
প্রেসক্লাব সভাপতি বিএম হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.এস.এম. দেলওয়ার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আঃ মতিন মিয়া, নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায় প্রমূখ।
অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন পেশায় অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।