হাজীগঞ্জ: হাজীগঞ্জ ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের রায়চোঁ গ্রামের সূর্য সাহার বাড়িতে দেড়শ বছরের প্রাচীর শ্মশাণ ভাংচুর দখলের পাঁয়তারার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণীতে জানা যায়, স্থানীয় একটি স্বার্থান্বের্ষী মহল স্থানীয় হাজী বাড়ীর মৃত যতীন্দ্র মোহন সাহার ছেলে গোপী বল্লভ সাহাকে দিয়ে শ্মশাণটি গত ২০ জুলাই সীমানার প্রচীর ভাংচুর করে দখলের চেষ্টা করে। এ ঘটনায় স্বপন চন্দ্র সাহা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় ২ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ থানার এসআই আলী আহাম্মদ ২৫ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার বাদী স্বপন চন্দ্র সাহা জানান, শ্মশানটি অত্র গ্রামের হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন শ্মশান বিবাদী চিহিৃত অপরাধী তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলাও রয়েছে। গতকাল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পরও বিবাদী আরেক দফা ভাংচুর চালায়। এনিয়ে সংখ্যালঘু হিন্দু পরিবারগুলোর মাঝে উৎকন্ঠাও ক্সোভ বিরাজ করছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১৩ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।