নিজস্ব প্রতিবেদক ॥
সংবাদপত্র জ্ঞানের ভা-ার, সমাজের প্রতিচ্ছবি, ইতিহাসের রক্ষক ও সংরক্ষক। স্বাধীনতার সময় দায়িত্বশীল সাংবাদিকগণ যে সংবাদ লিখেছেন তা আজ ইতিহাসের পরিণত হয়েছে। সে সময়কার পত্রিকার কাটিং থেকে আজ জাতিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করছে। সে অনুযায়ী যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মে) দৈনিক আলোকিত চাঁদপুরের ১০ম বর্ষপূর্তীতে আলোচসভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল হাই এসব কথা বলেন।
উপস্থিত সাংবাদকিদের উদ্দেশ্যে তিনি বলেন, মনে রাখতে হবে আপনারা আজ যা লিখছেন তা সংরক্ষণ থেকে যাচ্ছে, ইতিহাস হয়ে যাচ্ছে। তাই লেখার প্রতি সতর্ক থাকবেন। এই পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে জেলার সর্বত্রে আলো ছড়িয়ে পড়–ক
অপসাংবাদিকতা রোধে তিনি বলেন, চাঁদপুরের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। প্রেসকাব সাংবাদিকদেরকে নির্দিষ্ট ইনডেক্সের মধ্যে নিয়ে আসলে ভালো হবে। যে কেউ চাইলে সাংবাদিক হতে পারে, তাকে হতে দেয়াও উচিত, কারণ সৃজনশীলতা সবার মাঝে থাকতে পারে। কিন্তু সবাইকে সাংবাদিক কার্ড দেয়া ঠিক হবে না।
তিনি বলেন, সম্প্রতি দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রতিষ্ঠাতা আলম পলাশ সহ একাধিক সাংবাদিক দুরারোগ্য রোগে আক্রান্ত রয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে সাংবাদিকদের কল্যাণে যেকোন সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
চাঁদপুরের সংবাদপত্র প্রকাশনা প্রসঙ্গে তিনি বলেন, জেলায় ১৬ টি দৈনিক এবং সাপ্তাহিক ও পাক্ষিক ১৮ টি পত্রিকা অনুমোদন রয়েছে। এতে বুঝা যাচ্ছে চাঁদপুর সংবাদপত্রের উর্বরতার জায়গা। সাংবাদিকদের মান উন্নয়নে সুস্থ্যধারার সংবাদ প্রকাশের নীতি মালা ও সংবাদপত্র প্রকাশনার অনুমোদন পেতে প্রেসকাবের একটি নীতিমালা প্রয়োজন। তা না হলে যে কেউ, যে কোন সময় পত্রিকা প্রকাশনা করবে। এতে করে পত্রিকার অনুমোদন বাড়ছে, ঠিক সেই হারে সম্পাদকগণ যে কাউকে সাংবাদিকতার কার্ড হাতে ধরিয়ে দিচ্ছেন। তাতে সংবাদপত্রের মাধ্যমে সমাজের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হচ্ছে না।
দৈনিক আলোকিত চাঁদপুরের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে প্রধান অতিথি দৈনিক আলোকিত চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশের সুস্থতা কামনা করেন। আমি জেলা প্রশাসকের পক্ষ থেকে এই পত্রিকার সম্পাদক সহ সকলের সর্বাঙ্গীন কামনা করছি এবং সব সময় আপনাদের পাশে থাকবো।
পত্রিকার যুগ্ম সম্পাদক নেয়ামত হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান বলেন, এই পত্রিকাটি ছোট আকারে বের হলেও মান বঝায় রেখে নিয়মিত প্রকাশিত হচ্ছে। সংবাদপত্র ছোট পরিসরে হলেও একটি সংবাদের গুরুত্বই পত্রিকাকে ফুঠিয়ে তুলতে পাড়ে। পত্রিকাটির উত্তোরত্তর সাফল্য কামনা করি।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসকাব সভাপতি বি.এম. হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চোধুরী, চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহীম বাদশা, দৈনিক চাঁদপুর কন্ঠের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জি.এম. শাহীন, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আল- মামুন পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইব্রাহীম খলিল।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।