স্টাফ রিপোর্টার ॥ দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সোমবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভু্ইঁয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রহমতের মাস হিসেবে মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে। এখন মহামান্বিত মাস শেষ পর্যায়ে। দীর্ঘ এক মাস আমাদের জন্য সিয়াম সাধানার সুযোগ সৃষ্টি করে দিয়েছে মাহে রমজান। বছরের ১১মাস জীবন পরিচালনার জন্য রমজান মাস আমাদের অনুশীলন। আল্লাহ তা’য়ালা আমাদেরকে রমজানের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানোর সুযোগ করে দিন, সেই কামনা করছি। দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক রোকনুজ্জামান রোকন পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে রোজাদারদের ইফতার করানোর ব্যবস্থা করে আসছেন। তার সামাজিক সকল কর্মকান্ডকে আমি স্বাগত জানাই এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি। দেশ ও জাতির মঙ্গলের জন্য আমরা সকলে কাজ করবো সেই প্রত্যাশা রইল। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুরকন্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদত, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নজরুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল, দৈনিক চাঁদপুর কন্ঠের নির্বাহী সম্পাদক মির্জা জাকির, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক জাকির হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নানুপুর জামে মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাফিজুর রহমান। কুরআন তিলাওয়াত করেন মাওলানা মো. মুয়াজ্জিন। উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক শওকত আলী, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, বাগাদী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলায়েত হোসেন বিল্লাল গাজী, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, মফস্বল সম্পাদক এম. এম. কামাল, হাইমচর উপজেলা ইনচার্জ মাহবুবুল আলম বাশার, হাজীগঞ্জ উপজেলা ইনচার্জ মহিউদ্দিন আল-আজাদ, বিশেষ প্রতিনিধি মনীর হোসেন সজীব, স্টাফ রিপোর্টার বাবু আলম ও পারভেজ রহমান, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মাছুম তালুকদার, শহর প্রতিনিধি ইমাম হাসান গাজী, মতলব উত্তর সংবাদদাতা ইসমাইল খান টিটু, মতলব দক্ষিণ সংবাদদাতা নুরুল ইসলাম সরকার প্রমূখ। এছাড়াও এলাকার গন্যম্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিল শেষে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটা. মো. রোকনুজ্জামান রোকনের পক্ষ থেকে জাকাতের কাপড় বিতরণ করেন ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নজরুল ইসলাম।