স্টাফ রিপোর্টার:
চাঁদপুর থেকে প্রকাশিত সরকারি বিজ্ঞাপন তালিকাভুক্ত দৈনিক ‘মেঘনা বার্তা’ পত্রিকার মালিকানা পরিবর্তন হয়েছে । নতুন সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর হয়েছেন গিয়াসউদ্দিন মিলন। পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল পত্রিকার মালিকানা হস্তান্তর করে সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকরের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আব্দুল আউয়াল রুবেলের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল তা গ্রহণ করেন। একই সাথে চাঁদপুুরের সিনিয়র সাংবাদিক গিয়াসউদ্দিন মিলনের আবেদনের প্রেক্ষিতে তাকে সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর হিসেবে দ্বায়িত্ব প্রদান করেন। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকরের হাতে পত্রিকার ঘোষণাপত্র তুলে দেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক মেঘনা বার্তার অন্যতম উদ্যোক্তা পরিচালক ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, দৈনিক চাঁদপুর প্রতিদিনের প্রধান সম্পাদক জি এম শাহীন, মেঘনা বার্তার পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ সিদ্দিকী।