মিজান লিটন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এমপি বলেছেন, আগামী ২৮ ডিসেম্বর ধনাগোদা নদীর উপর দু মতলবের সেতু বন্ধন হিসেবে ‘মায়া বীর বিক্রম সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের, পরিকল্পনা মন্ত্রী আফম লোটাস কামালসহ তিন মন্ত্রী উপস্থিত থাকবেন। এজন্য সকল প্রকার প্রস্তুতি চলছে।
তিনি বলেন, এ সেতুটির নির্মাণ হলে মতলববাসী তথা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। তিনি দু’ উপজেলার যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য ও কল-কারখানাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হবে। এছাড়া মন্ত্রী মতলব ফেরি ঘাটস্থ জনসভাস্থল পরিদর্শন করেন। উক্ত জনসভায় লক্ষাধিক জনসাধারণের সমাগম ঘটবে। এজন্য জনসভাস্থলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হবে। গতকাল ১৯ ডিসেম্বর ধনাগোদা নদীর উপর ‘মায়া বীর বিক্রম সেতু’র ভিত্তি প্রস্তরের স্থান ও জনসভাস্থল পরিদর্শনকালে তিনি এ কথাগুলো বলেন।
এ সময় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ মঞ্জু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জর্জ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান মৃধা, মতলব উত্তর ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানজীদ সরকার রিয়াদ, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল আমিন ফরাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন মোঃ কচি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পিন্টু সাহা, সহ-সম্পাদক আল মামুন মৃধা, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মাইন উদ্দিন রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন আকাশ, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল ফরাজী, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।