মতলব উত্তর: মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের নতুন বাজার-বড়হলদিয়া রাস্তায় ধানের চারা রোপণ করে ব্যবসায়ীরা অভিনব প্রতিবাদ জানিয়েছেন। রাস্তা দিয়ে যান চলাচল তো দূরের কথা হাটা চলা করাও কষ্টকর। বাজারে আগন্তুক লোকজন হাটুর উপর কাপড় উঠিয়ে চলাচল করতে হয়। বুধবার সকালে নতুনবাজার ইসলামিয়া মার্কেটের ব্যবসায়ীরা রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব কায়দায় প্রতিবাদ জানায়।
এ সময় উপস্থিত ছিলেন, বাজার কমিটির আয়েত আলী মোলা, ব্যবসায়ী সিকদার সালাউদ্দিন আহম্মেদ, রেহান উদ্দিন ভূঁইয়া, সামাদ বেপারী, কামরজ্জামান, ইদ্রিস বেপারী, খাইরুল ইসলাম, ক্বারী রফিকুল ইসলাম জেহাদী, উজ্জল, বাবুল ভূঁইয়া ও ফরিদ আহম্মেদ সরকারসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।
চাঁদপুর নিউজ সংবাদ