প্রতিনিধি – আমার নেতৃত্বে আন্দোলন হয়েছে, ১শ ৪৬টি মামলায় নেতা কর্মীরা ফেরারী জীবন-যাপন করছে-আমি তাদের ছেড়ে যেতে পারি না। কথা গুলো বলেছেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র তৃণমূল নেতা কর্মীদের সাংগঠনিক আলোচনা সভার প্রধান অতিথি জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপি’র প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি আরো বলেন, ধানের শীষের সাথে কোনো বিরোধ নয়-জাতীয়তাবাদী দলের বৃহৎ স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সবাই একত্রিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবে বিএনপি।
বিকেল ৩টায় শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া গ্রামে মোজাহের হোসেনের বাড়ির ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভা। শাহ্ শরীফ ডিগ্রি কলেজের প্রফেসর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মোজাহের হোসেনের সভাপতিত্বে ও পৌর যুবদলের সভাপতি এহতেশামুল গনি এবং চট্রগ্রামস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন রানার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজি, হাজীগঞ্জ বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন মোহন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের সিএ, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটওয়ারী, রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ্ মোঃ আলী, যুগ্ন আহ্বায়ক আলী আজগর মিয়াজি, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ আবদুস সাত্তার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ মনির হোসেনসহ আরো অনেকে। এ ছাড়াও বক্তব্য রাখেন, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মূলদল ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শাহরাস্তি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে সু-সংগঠিত এবং শক্তিশালী করে গড়ে তুলতে ইঞ্জিনিয়ার মমিনুল হক আর দেলোয়ার হোসেন মিয়াজির যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। আসন্ন পৌর ও ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়-যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত্ব আহবান জানান তারা। এ ছাড়াও দলীয় মতভেদ সৃষ্টিকারীদের সাথে মতবিরোধ না করে দলীয় শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ মূলক বক্তব্য রাখেন তারা।