বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো : বঙ্গোপসাগর-সংলগ্ন আন্দামান সাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। এর নাম ‘হুদ হুদ’। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি গতকাল (বুধবার) দুপুর নাগাদ একটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে। এটি আরও শক্তি সঞ্চয় করে ও ঘনীভূত হয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ ভারতের উপকূল বরাবর অগ্রসর হতে পারে। ভারত মহাসাগরের আঞ্চলিক বলয়ভুক্ত দেশ ওমান এ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ‘হুদ হুদ’।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে দমকা ও ঝড়োহাওয়ার একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। বর্তমান গতি-প্রকৃতি অনুযায়ী ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার অথবা শনিবার নাগাদ দক্ষিণ ভারতের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ‘হুদ হুদ’র সক্রিয় প্রভাবে প্রায় সারাদেশে ভ্যাপসা গরম ও গুমোট আবহাওয়া বিরাজ করছে।
আবহাওয়াবিদরা জানান, বর্তমান গতিপথ দেখে মনে হয় ঘূর্ণিঝড় ‘হুদ হুদ’ ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার দক্ষিণ অঞ্চলের দিকে এগুচ্ছে। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে যে কোন সময়েই গতিপথ ঘুরে গিয়ে এটি বাংলাদেশের উপকূলেও আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২নং স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলার নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘হুদ হুদ’র সর্বশেষ অবস্থান দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায়। ঘূর্ণিঝড় ‘হুদ হুদ’ গতকাল দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১১৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১০২০ কিলোমিটার দক্ষিণে, মংলাসমুদ্র বন্দর থেকে ১১৭০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৬৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।
এদিকে আবহাওয়া বিভাগ জানায়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। পরবর্তী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ১২ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়
ঘূর্ণিঝড় হুদ হুদ
গতরাতে সর্বশেষ বিশেষ আবহাওয়া বার্তায় জানা যায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘হুদ হুদ’ সামান্য পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত এর সর্বশেষ অবস্থান ছিল- চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১০৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১০৮০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিকে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, ঘূর্ণিঝড় হুদ হুদ আরও শক্তি সঞ্চয় করে ঘনীভূত হয়ে প্রচ- শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এটি পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।