সোমবার (৭ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের সকদী পাঁচগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) জালে ধরা পড়ে এই নকল জর্দা তৈরির কারখানা।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির উপপরিদর্শক মাজহারুল হক একদল পুলিশ নিয়ে নকল জর্দা তৈরির কারখানায় অভিযান চালানো হয়।
এ সময় ১৭ বস্তা জর্দা তৈরির উপকরণ, কাটিং মেশিন ও বিপুল পরিমাণ টিনের কৌটা জব্দ করা হয়।
অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ শ্রাবণ জানান, কারখানার মালিক রিপন মিজি (৩৫) নকল ও ভেজাল উপকরণ মেশানো জর্দা তৈরির কথা স্বীকার করেন। তাই অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে নগদ ৩ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদানের আদেশও দেওয়া হয়।
একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।
এদিকে, চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সমাজের সব ধরনের অপরাধ নির্মূলের সঙ্গে নকল ও ভেজালের বিরুদ্ধেও পুলিশ এমন অভিযান অব্যাহত থাকবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার আব্দুল আজিজ মিজির ছেলে রিপন মিজি। তিনি তার অন্য ভাইদের সঙ্গে নিয়ে দেশসেরা ও প্রসিদ্ধ ‘হাকিমপুরী’ জর্দার নাম কিছুটা বিকৃতি করে ‘হাকিমপুরি’ লোগো ব্যবহার করতো প্রতিটি জর্দার কৌটায়।