অনলাইন ডেস্ক-
আগামী নভেম্বরেই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ প্রস্তুতি নিতেও শুরু করেছে বলে জানা গেছে। জার্মান থেকে আনা হচ্ছে ফাঁসির দড়ি। খোঁজা হচ্ছে জল্লাদ। অন্তত হাফ ডজন সাজাপ্রাপ্ত আসামী জল্লাদ হতে আগ্রহ প্রকাশ করেছে বলে কারাসূত্রে জানা যায়। তবে এখনো কাউকে জল্লাদ হিসেবে নির্বাচন করা হয়নি। একে একে সকল আসামীর ফাঁসির রায় কার্যকর করতে একাধিক জল্লাদের প্রয়োজন হবে বলে বেশ কয়েকজন জল্লাদকে স্ট্যান্ডবাই রাখা হবে বলে কারাগারের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি সূত্র নিশ্চিত করেছে যে, এমাসের মধ্যেই পূর্ণাঙ্গ রায়ের কপি কারাগার কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। রায়ের কপি পেলেই কারা কর্তৃপক্ষ কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করবে।
উল্লখ্যে, গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত রায়ে জামায়াত নেতা কাদের মোল্লাকে ফাঁসির দণ্ডাদেশ দেন। তার বিরুদ্ধে প্রমাণিত হওয়া ছয় নম্বর অভিযোগের আলোকেই আদালত এ রায় দেন।
চাঁদপুর নিউজ সংবাদ