মিজান লিটন
চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লা বাড়ি সংলগ্ন বহিমখার কলোনিতে ফাঁসিতে ঝুঁলিয়ে এক সন্তানের জননীকে হত্যাকারী ঘাতক স্বামীকে জেল হাজতে পাঠিয়েছে।
গত সোমববার গৃহবধূ ১ সন্তানের জননী নাজমা বেগম (২৫) কে তার স্বামী নাটোর রাজবাড়ির উত্তর চকিরপাড়া গ্রামের আজাদ গাজী সমিতির কিস্তির টাকা নিয়ে ঝগড়া বিবাদ করে। এক পর্যায়ে আজাদ নাজমা বেগমকে মারধর করে। এনকি রাগে ক্ষোভের বসবর্তী হয়ে নাজমাকে হত্যা করে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুঁলিয়ে রাখে। স্থানীয় লোকজন ঘাতক আজাদ গাজীকে বাসস্টেশন এলাকা থেকে আটক করে পুলিশের কাছে সেপাটর্দ করে। নামজার পিতা ইউনুস গাজী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় আটক আজাদ গাজীকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ সংশোধিত (২০০৩) এর ১১(ক) ধারায় মামলা করে। চাঁদপুর মডেল থানায় মামলা নং ১৩। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিমল কর্মকার আটক আজাদ গাজীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। এদিকে নিহত ১ সন্তানের জননী নাজমা বেগগের ময়না তদন্ত শেষে সোমবার বিকেলে দাফন সম্পন্ন করা হয়েছে। নাজমার অবুঝ শিশু পুত্র সিয়াম (৩) বর্তমানে তার নানা ইউনুছ গাজীর কাছে রয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।