মতলব প্রতিনিধি-
মতলব দক্ষিণ উপজেলা নারায়ণপুর ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের নাদিম খাঁর দিঘির মৎস্য খামারে বিষ প্রয়োগে প্রায় ৪০ লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। ঐ পুকুরের রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন হাইব্রিট প্রজাতির ছোট বড় প্রায় ৪লক্ষাধিক মাছ ক্ষতিগ্রস্থ হয়। ১১ একর ৭৯ শতাংশ জায়গার উপর গড়ে তোলা মৎস্য খামারটিতে বিষ প্রয়োগের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গত ২৫ অক্টোবর শুক্রবার গভীর রাতে উপজেলার বাড়ৈগাঁও মৎসজীবি সমবায় সমিতির খামারে এ ঘটনাটি ঘটে। ঘটনার সময় সমিতির সভাপতি মিজানুর রহমান (দিঘি মিজান) ঢাকা ছিলেন। খামারের পাহারাদার আমিন শনিবার দিন সকালে অন্যান্য দিনের মতো খামারের মাছ দেখবাল করার জন্য দিঘির পাড়ে যায়। এতে খামারের মাছ মরে ভেঁসে উঠতে দেখে তাৎক্ষণিক পাহারাদার দিঘির পাড়ে বসবাসকারী মানুষজনকে ঘটনার সচিত্র অবস্থা ডেকে দেখান। দুবৃত্তরা হিলটন জাতীয় বিষ পলিথিনের পোটলায় খামারের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে নিক্ষেপ করে। এতে বিষক্রিয়ায় খামারের মাছগুলো মরে ভেসে উঠে। বিষক্রিয়ার আলামতগুলো সংগ্রহ করে পাড়বাসীকে দেখান পাহারাদার। ঘটনাটি সভাপতিকে পাহারাদার আমিন মুঠোফোনে অবগত করলে সভাপতি ঢাকা থেকে খামারে উপস্থিত হন।
তিনি সাংবাদিকদের জানান, লিজকৃত দিঘীটি হাইব্রিড জাতীয় মাছের চাষ করতে গিয়ে এক বছরে দুর্বৃত্তরা এবারসহ তিনবার বিষ প্রয়োগে মাছ বিনষ্ট করেছে। এর মধ্যে দুর্বৃত্তরা বিষ প্রয়োগে প্রথম দফায় ১০ লাখ টাকার হাইব্রিড জাতীয় মাছের রেণূ নষ্ট করেছে, দ্বিতীয় দফায় ২০ লাখ টাকার মাছ নষ্ট করেছে এবং এবার ৪০ লাখ টাকার মাছ নষ্ট করে দুর্বৃত্তরা আমাদের পথে বসিয়ে দিয়েছে। আমরা এখন নিঃস্ব। বারবার পুঁজি বিনিয়োগ করে অর্থনৈতিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছি। সভাপতি তাৎক্ষণিক বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনাবলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমকে মুঠোফোনে অবহিত করছেন বলে জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের সাথে আলাপ করলে তিনি জানান, নাদিম খাঁর দিঘীর মৎস্য খামারটিতে মাছ বিনষ্ট করার ঘটনাটি আমাকে মুঠোফোনে জানানো হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।