স্টাফ রিপোর্টার : গত ৭ই অক্টোবর মঙ্গলবার চাঁদপুর ক্লাব মিলনায়তনে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রূপালী চাঁদপুর এর মিলনমেলা-২০১৪। অনুষ্ঠানের প্রারম্ভে সকাল ১১টায় চাঁদপুর ক্লাব থেকে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে তা শেষ হয়। র্যালী শেষে সংগঠনের প্রধান সমন্বয়কারী, কাজী মোঃ দিলজেব কবির (রিপনের) শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিকতার সূচনা হয়। আলোচনা পর্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য নূর হোসেন নুরু,জোবায়ের আলম বাপ্পী, নূরুল আমীন খান আকাশ, গিয়াস উদ্দিন মিন্টু, এ কে এম হুমায়ুন কবির মামুন, তপন চন্দ্র কর্মকার, ডাঃ শফিউল ইসলাম ,ফজলে মাহফুজ লেলিন, মোস্তফা জামান মামুন, জোবায়ের কবির নয়ন, ওমর শরীফ কচি, এডভোকেট আব্দুল্লাহ আল মাসুদ আপেল, জসীম উদ্দিন খান, মোঃ ইলিয়াছ, সোহেল শেখ, মানিক জমাদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জসিম উদ্দিন লিমন, সোয়েব মোঃ কলিম ও এস.এম মোর্শেদ। পরে মধ্যাহ্ন ভোজ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
এছাড়াও রূপালী চাঁদপুর সংগঠনের প্রথম সামাজিক পদক্ষেপ হিসেবে তুরস্কের “কওগঝঊ ণঙক গট” সংস্থার অর্থায়নে ঈদের দিন গরীব-দুঃস্থদের মাঝে ৪৫টি গরু কোরবানী করে মাংস বিতরন করা হয়। বাবুরহাট এলাকায় ২২টি গরু কোরবানীর মাধ্যমে তা বিতরণ করে এতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক জনাব ইসমাইল হোসেন ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ সবুর খাঁন এবং চাঁদপুর শেরেবাংলা ছাত্রাবাস এলাকায় আরো ২৩টি গরু কোরবানীর মাধ্যমে তা গরীব-দুঃস্থদের মাঝে বিতরন করা হয়। মা ইলিশ রক্ষায় জাতীয় উদ্যোগের প্রচারনার অংশ হিসেবে রূপালী চাঁদপুর সংগঠন তাদের র্যালীতে প্রচারনা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে।
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।