প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার এলাকায় একটি খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় দীর্ঘ প্রায় ৫ মাসেও মিলেনি। এছাড়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও ঘটনার সাথে জড়িত কাউকেই এ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরিচয়হীন গলাকাটা লাশটির মুখমণ্ডল পচে গলে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে মনে করে থানা পুলিশ। তবে লাশটির ছবি সম্বলিত তথ্য বিভিন্ন থানায় প্রেরণ করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার এসআই দীপক কুমার পাল। লাশের পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলার নারায়ণপুর বাজার সংলগ্ন মাছুয়াখাল-বোয়ালজুরি নামক খাল থেকে ১৮-২০ বছর বয়সী পরিচয়হীন যুবকের গলাকাটা গলিত লাশ উদ্ধার করে পুলিশ। যুবকের পরনে জিন্সের কালো প্যান্ট, কালো শার্ট ও কালো জ্যাকেট, হলুদ রঙের গেঞ্জি, পায়ে মোজা ও লাল সাদা বুট জুতা ছিলো। পুলিশের ধারণা, যুবকটিকে ৪-৫দিন পূর্বে দুষ্কৃতকারীরা হত্যা করে পানিতে ফেলে দেয়। লাশের গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো বলেও পুলিশ জানান।