প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামের প্রধানিয়া বাড়িতে জেসমিন আক্তার (২০) নামে এক নববধূর মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। কেউ বলছে জেসমিনকে হত্যা করা হয়েছে আবার কেউ বলছে সে আত্মহত্যা করেছে। গতকাল ২৬ অক্টোবর বিকেল আনুমানিক ৩টার দিকে সারপাড় গ্রামের মৃত মনু প্রধানিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, মৃত মনু প্রধানিয়ার ছেলে প্রবাসী মোঃ নাছির উদ্দিনের সাথে একই উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁও পাটোয়ারী বাড়ির মোঃ মিজানুর রহমানের মেয়ে জেসমিন আক্তারের চলতি বছরের মার্চ মাসে (৭ মাস পূর্বে) পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের ৩ মাস পর মোঃ নাছির উদ্দিন প্রবাসে চলে যায়। মোঃ নাছির উদ্দিন প্রবাসে চলে যাওয়ার পর নাছিরের অন্য ভাইয়েরা পারিবারিকভাবে পৃথক থাকায় জেসমিন তার ঘরে প্রায়সময় একাই থাকত।
জেসমিনের পিতা মিজানুর রহমান পাটোয়ারী জানান, বিয়ের পর জামাতা নাসির প্রধানিয়া প্রবাসে যাওয়ার পর তার বড় ভাই মোঃ মিজান (ওরফে লিটন), শাশুড়ি ও জায়েরা মিলে প্রায়সময় জেসমিনকে মানসিক নির্যাতন করতো। আমাকে জেসমিন মুঠোফোনে এ অত্যাচারের কথা জানাতো। আমি তাকে ধৈর্য ধরার জন্য বলি এবং জামাতা নাসিরকে মুঠোফোনে এসব ঘটনা জানানোর জন্য বলি। গত ২৬ আগস্ট মোঃ মিজান (ওরফে লিটন)সহ অন্যরা মিলে কৌশলে আমাকে ও আমার মেয়েকে একা পেয়ে তাদের নিজ বাড়িতে ৩শ’ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বিভিন্ন শর্ত লেখে জোরপূর্বক স্বাক্ষর রাখে। আমি প্রতিবাদ করলে লিটনসহ অন্যরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার পর আমি বাড়িতে ফিরে আসি। পরে গতকাল ২৬ অক্টোবর বিকেলে আমি জানতে পারি আমার মেয়ে মারা গেছে। এ খবর পেয়ে আমি তাৎক্ষণিক আমার বাড়ির লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আমার মেয়ের লাশ ঘরের আড়ার সাথে ঝুলানো ও তার পা খাটের সাথে লাগানো রয়েছে। জনৈক ব্যক্তি দরজার উপর দিয়ে উঠে ঘরের ভেতরে প্রবেশ করে দরজা খুলে দেয় এবং ঘরের পেছনের জানালা খোলা অবস্থায় ছিলো। তিনি বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় হত্যা দায়েরের প্রস্তুতি চলছে বলে জেসমিনের পিতা মিজানুর রহমান পাটোরী জানান।
মতলব দক্ষিণ থানার এসআই কৃষ্ণ রায় জানান, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্যা এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত করা যাবে।