ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নারী চোর চক্রের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা নিতে আসা এক রোগীর চেইন চুরি করতে গিয়ে হাতে নাতে এক নারী চোর চক্রের সদস্য আটক হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে দায়িত্ব থাকা লোকজন রেহেনা বেগম ২৫ নামে এক নারী চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জানাযায়, বেশ কিছুদিন ধরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে একটি নারী ছিনতাইকারী চক্র স্বর্ণের চেইন, মোবাইল ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ধরণের কয়েকটি চুরির ঘটনা চাঁদপুর নিউজসহ কয়েকটি স্থানীয় পত্রিকায় প্রকাশ হওয়ার পর চোর চক্রকে হাসপাতাল কর্তৃপক্ষ আটক করতে মরিয়া হয়ে ওঠে। অবশেষে গতকাল দুপুরে জনৈক এক মহিলা রোগী হাসপাতালে টিকেট কাউন্টারে সামনে এসে লাইনে দাড়ায়। এ সময় ৫ জন নারী তার পিছু নিয়ে ঘিরে ফেলে। টিকেট কাউন্টারে থাকা নারু তাদেরকে সন্দেহ হলে চিকিৎসা নিতে আসা আসমা ও নাজমা বেগমকে চোরকে অনুসরন করতে বলে। এর মধ্যে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাছির নগর থানার গিয়াস উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম চিকিৎসা নিতে আসা রোগীর গলা থেকে চেইন খুলে নিয়ে যাওয়ার সময় আসমা ও নাজমা বেগম ঘটনাটি দেখতে পেয়ে রেহেনা বেগমকে ধরে ফেলে। হাসপাতাল কর্তৃপক্ষ আটক চোরকে ধরে তৃতীয় তলায় একটি রুমে আটকে রেখে থানায় খবর দেয়। খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে এসে চোরকে আটক করে থানায় নিয়ে আসে। আটক চোর রেহেনা বেগম জানায়, তার স্বামী গিয়াস উদ্দিন চাঁপুরের বাবুরহাটে থেকে রিক্সা চালায়। ঘটনার দিন সকাল ১০টায় বাসযোগে চাঁদপুরে এসে সরকারি জেনারেল হাসপাতালে আসলে এ ঘটনা ঘটে। তবে আটককৃত চোর রেহেনা বেগম তার সহযোগীদের নাম প্রকাশ করেনি।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।