অভিজিত রায় ঃ
চাঁদপুর পুরানবাজার রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে ৫নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র ও শহর আ’লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, মানুষের জান ও মালের নিরাপত্রা দ্বায়িত প্রশাসনের পাশাপাশি যুবলীগের নেতাকর্মীদের নিতে হবে। প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ কমিটি গঠন করে পেট্রোল বোমা ও ককলেট বিস্ফরমের মাধ্যমে মানুষ হত্যাকারী বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীদের ধরে আইনের হাতে তুলে দিতে হবে। আর এই নাশকতাকারীদের হাতে-নাতে ধরিয়ে দিতে পারলে আমার পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম-আহবায়ক আবু পাটওয়ারী, যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী মাঝি, যুগ্ম-আহবায়ক ঝন্টু দাশ, জেলা শ্রমিক লীগের সভাপতি নূরুল ইসলাম মিয়াজী, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ। সম্মেলনের উদ্ধোধন করেন শহর আওয়ামী লীগের সভাপতি মামুনুর রহমান দোলন।
৫নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জি এম সামছুল আলমের সভাপতিত্বে এবং ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফারহান মজুমদারের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বজু মোল্লা। বিশেষ বক্তা হিসেব বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার, গাজী আব্দুল গণি, শহর যুবলীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক হুমায়ুন শেখ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খন্দকার, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী।