মৃতের বড় ভাই রিপন সাহা জানান, একতলা ভবনে তার ভাই সুজন সাহা (৩০) একাই বসবাস করতেন। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরের পর তার ভাইয়ের ভবন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল।
তাছাড়া দরজাও বন্ধ ছিল। পরে পুলিশকে ঘটনাটি জানানো হয়। তিনি আরো জানান, তার ভাই অবিবাহিত ছিলেন।
এদিকে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনের দরজা ভেঙে ভেতরে ঢুকে।
এসময় শয়ন কক্ষের মেঝে থেকে সুজন সাহার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
চাঁদপুর পুরানবাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাজীব শর্মা জানান,
পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন সুজন সাহা। তাই কারো সঙ্গেই তার যোগাযোগ ছিল না। তবে তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, সুজন সাহার লাশ উদ্ধার করা হলেও এখনো থানায় কোনো মামলা হয়নি।