শহিদুল ইসলাম খোকন:
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নেদামদী কমিউনিটি ক্লিনিকে আগুন দিয়েছে দুর্বিত্তরা। এতে প্রায় ১৫ হাজার টাকার ঔষধ পুড়ে ছাই হয়েছে গেছে। জানা যায়, গত ৫ এপ্রিল শুক্রবার রাতে দুর্বিত্তরা কমিউনিটি ক্লিনিকের জানালা খুলে টেবিলে রাখা ঔষধে আগুন লাগিয়ে দেয়। ভিতরে টেবিলের উপরে বড় একটি কার্টুনে রাখা গ্যাষ্ট্রিক, এন্টিবায়োটিক, প্যারাসিটামল, নাপা, হিস্টাসিনসহ আরো কয়েক প্রকার ঔষধ ছিল। আগুনে পুড়ে সেসব ঔষধ পুড়ে ছাই হয়ে যায়। কে বা কাহারা এ কাজ করেছে তা জানা যায়নি।
ক্লিনিকে দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী বলেন, আমি বৃহস্পতিবার বিকেলে যাওয়ার সময় ক্লিনিক বন্ধ করে তালা লাগিয়ে যাই। পরে শনিবার সকালে এসে ক্লিনিক খুলে দেখি টেবিলের উপরে রাখা সমস্ত ঔষধগুলি সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরে বিষয়টি আমি কর্তৃপক্ষকে অবহিত করেছি। এতে স্থানীয়রা মনে করছে দুর-দুরান্ত থেকে আগত রোগীদের প্রয়োজন মাফিক ঔষধ না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাতে এসে এ কাজ করেছে বলে ধারনা করা হচ্ছে।
এ ব্যপারে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহ আলম মোল্লা বলেন, বিষয়টি আমি জেনেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী ট্রেনিং কার্যক্রম থাকায় আমি ঘটনাস্থলে যেতে পারিনি। তবে কারা এ কাজ করেছে তার জন্য আমি তদন্ত টিম গঠন করেছি। এই টিম তদন্ত করে দেখবে কারা এ কাজ করেছে। পাশাপাশি নেদামদী কমিউনিটি ক্লিনিকের কমিটিও তদন্ত টিমের সাথে কাজ করবে। যারা এ কাজে জড়িত আছে তাদের প্রমান আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।