স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে নৌ-যান শ্রমিদের ১০দফা দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের ডাকা নৌ-ধর্মঘটের তৃতীয় দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-–চাঁদপুরের মধ্যে সকল যাত্রীবাহী লঞ্চ এ রুটে চলাচল করেছে। শুধু মাত্র নারায়নগঞ্জের লঞ্চ এ রুটে চলাচল করেনি। বৃহস্পতি বার সকাল থেকে বিকেল পর্যন্ত ধর্মঘট উপেক্ষা করে লঞ্চ চাঁদপুর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চ ধর্মঘট উপেক্ষা করে যাত্রী বাহী লঞ্চ চলা চল করলেও যাত্রীর উপস্থিতি অনেক কম। ধর্মঘট ডাকা নৌ-যান শ্রমিক নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর নৌ-টামিনালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, ঢাকা –চাঁদপুর নৌ-পথে যে সব লঞ্চ চলাচল করছে ।এই সকল লঞ্চের মাস্টার সহ সকল শ্রমিকরা ধর্ম ঘটের মধ্যে রয়েছে। যার ফলে লঞ্চ মালিকরা তাদের নৌ-যান অধক্ষ্য চালক দিয়ে চালাচেছ। এ চালনার ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্বাবনা রয়েছে। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক সংগ্রাম ঐক্য পরিষদ চাঁদপুরের আহবায়ক বিপ্লব সরকার, নৌ- যান শ্রমিক সংগ্রাম ঐক্য পরিষদ কেন্দ্রিয় যুগ্ন আহবায়ক -মাস্টার হারুন অর রশিদ ,মাস্টার আবুল কাশেম, মাস্টার হাছান, সদস্য মাস্টার দুলাল,ড্রাইভার জাহিদ,সদস্য মাস্টার রোশন প্রমুখ।