চাঁদপুর মেঘনা নদীতে নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ১ মন জাটকা আটক করেছে।
গতকাল নৌ-ফাড়ির ইনচার্জ মনির আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত মেঘনায় চিরুনি অভিযান চালায়। এসময় লগি মারার চর এলাকা মেঘনা নদী থেকে ১০হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। এছাড়া জালে আটকা পড়া ১মন জাটকা মাছ জব্দ করা হয়। পরে সন্ধায় আটককৃত জালগুলো জেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে নৌ-ফাড়ির সামনে পুড়িয়ে ফেলা হয়। নৌ-ফাড়ির ইনচার্জ মনির আহমেদ জানান, জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে সিন্ধান্তক্রমে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করার লক্ষে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। জাটকা নিধন বন্ধ করার লক্ষে মেঘনা নদী থেকে কারেন্ট জালসহ মাঝিদের আটক করে তারে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।