হাজীগঞ্জ:
হাজীগঞ্জ থানা পুলিশ পতিতাবৃত্তির অভিযোগে ৪ নারীকে আটক করে। শুক্রবার বিকেলে এদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা।
সাজাপ্রাপ্তরা হলো: ১ মাসের সাজাপ্রাপ্ত উপজেলার কালচোঁ দঃ ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রামপুর গ্রামের পারুল (২২), ৩ মাসের সাজাপ্রাপ্ত একই উপজেলার এনায়েতপুর এলাকার জান্নাতুল ফেরদাউস (১৬), ৩ মাসের সাজাপ্রাপ্ত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানত উল্লাহ গ্রামের রানু বেগম (২৫) ও ১০ দিনের সাজাপ্রাপ্ত শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা গ্রামের রাধার বাড়ির খুরশিদা বেগম (৩৮)। বিকেলে সাজাপ্রাপ্ত এ ৪ নারীকে চাঁদপুরে জেল হাজতে প্রেরণ করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেওয়ান আবুল হোসেন জানান, এদিন গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই হাজীগঞ্জ বাজারের পপুলার হাসপাতালের পেছনে মিজানের বাড়িতে পতিতা ব্যবসা হচ্ছে। এমন খবরের সত্যতা নিশ্চিত করতে খদ্দের সেজে থানার এসআই শাহআলম ঐ বাড়ির এক মহিলার মুঠোফোনে ফোন দিলে ঐ বাড়িতে যাওয়ার জন্যে ঐ এসআইকে পথ বলে দেয়া হয়। এতে পুলিশ নিশ্চিত হয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেওয়ান আবুল হোসেন আরো জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।