চাঁদপুর নিউজ ডেস্ক=
চাঁদপুর-হাইমচর সড়কের ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে লক্ষ্মীপুর বাজার সংলগ্ন এলাকায় গতকাল শনিবার বিকেলে পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে যাত্রীসহ সিএনজি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়।
জানা যায়, চাঁদপুর থেকে সিএনজি স্কুটারটি (চাঁদপুর থ-১১-৪৭৮০) চান্দ্রার উদ্দেশ্যে রওয়ানা হয়। সিএনজিতে থাকা দেড় বছরের শিশু, তার মা ও নানি এবং অন্য একজন যাত্রী ছিল। সিএনজটি লক্ষ্মীপুর বাজারের কাছাকাছি গেলে পথিমধ্যে একটি শিশু বেখেয়ালিভাবে রাস্তা পার হতে গেলে সিএনজি চালক শিশুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ৩০ ফুট নিচে ভরা পুকুরে পরে যায়। ডুবন্ত সিএনজি থেকে শিশুটির মা, চালক ও একজন যাত্রী তাৎক্ষণিক বের হতে পারলেও শিশুটি ও তার নানি ডুবন্ত সিএনজিতে আটকে পড়ে। ঘটনা দেখে স্থানীয় লোকজন ডাক চিৎকার শুরু করে। লোকজন লাফিয়ে পানিতে পরে প্রায় ১০ মিনিট চেষ্টার পর শিশু ও তার নানি জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকারীরা সিএনজির প্লাষ্টিক কাভার কেটে তাদেরকে উদ্ধার করে। উদ্ধারের প্রথম পর্যায় শিশুটির জ্ঞান না থাকলেও তাকে নাড়াচাড়া করলে পরবর্তীতে অলৌকিকভাবে তার জ্ঞান ফিরে আসে। শিশুটিকে কাছে পেয়ে মা খুশিতে জ্ঞান হারিয়ে ফেলে। পরে পাশের একটি ফার্মেসীতে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরে আসে। এ ঘটনায় উপস্থিত উৎসুক লোকজন এ ঘটনায় বেচে যাওয়া শিশুটিকে এক নজর দেখার জন্য ভীড় জমায়। এ সময় সড়কটিতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনার শিকার শিশু তার মা ও নানিকে স্থানীয়রা আরেকটি সিএনজি যোগে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। – See more at:
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।