সড়কে কোনভাবেই পশুর হাট বসানো যাবে না
… পুলিশ সুপার শামসুন্নাহার
স্টাফ রিপোটার ঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চাঁদপুর জেলার আইন-শৃংখলা পরিস্থিতি পর্যালোচনা ও নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে রবিবার দুপুর ১২টায় চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার চাঁদপুর এর সভা কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শামসুন্নাহার । অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নৌ-পুলিশের এসপি সুব্রত কুমার হালদার,সদর সহকারী পুলিশ সুপার (সার্কেল ) মোঃ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার ) শাকিল আহমেদ নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন,চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী,চাঁদপুর বিআরটিএ সহকারী পরিচালক শেখ মোঃ ইমরান,চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী,চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ অলিউল্যা অলি,চাঁদপুর ডিবি’র ওসি মোস্তফা কামাল,ডিআইও-১ মোঃ মনিরুজ্জামান,ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোঃ হাসান, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফী শায়রুল আলম খোকন,চাঁদপুর চেম্বারের প্রতিনিধি জামাল আহমেদ,ব্যবসায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন বাবুল,বাস-মালিক সমিতির প্রতিনিধি শোয়েব আহমেদ প্রমুখ । এ ছাড়াও শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ , পুলিশের কর্মকর্তাবৃন্দ,ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । মতবিনিময় সভায় পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, এবার কোন ভাবেই সড়কে পশুর-হাট বসানো যাবে না । এ ব্যাপারে হাট ইজারাদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বসে করনীয় ঠিক করতে হবে । পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার আইনশংখলা ভালো রাখার জন্য যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালন করতে হবে । বিগত দিনের ন্যায় শান্তিপুর্নভাবে আমরা আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা পালন করতে চাই । এ কারনে বিধি বিধান মেনে যানবাহন চালাতে হবে । কোন ভাবেই লাইসেন্স ছাড়া সড়কে মোটরযান চালানো যাবে না । মোটর সাইকেটে এখন থেকে ৩ জন উঠলে সাথে সাথে তাকে গ্রেফতার করে থানায় সোর্পদ করতে হবে । শহরের প্রত্যেকটি বড় বড় মার্কেটে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে । মার্কেটের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হবে । যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে । চাঁদপুর-লাকসাম রেলপথে রেল পুলিশের সহযোগিতায় অচিরেই মাদক বিরোধী অভিযান চালানো হবে ।
মতবিনিময় সভায় নৌপুলিশের এসপি সুব্রত কুমার হালদার বলেন ,নৌ যাত্রীদের নিসরাপত্তা বিধানে আমরা প্রয়োজনীয় প্রদক্ষেপ নিয়েছি ।