সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
হাজীগঞ্জে গতকাল বিদ্যুতের দাবীতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক এক ঘন্টা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ অবরোধ করে রাখে। দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত হাজীগঞ্জ পূর্ব বাজার বিস্মিল্লাহ ডায়াগনিষ্টিকের সামনে জনতা সড়ক অবরোধ করে। অবরোধকারী ব্যবসায়ীরা জানায়, গত ৩ দিন ধরে হাজীগঞ্জ টিন পট্টি বিদ্যুতের ট্রান্সফর্মার নষ্ট হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। ব্যবসায়ীরা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদেরকে অভিযোগ করলে পল্লী বিদ্যুতের জি.এম ট্রান্সফর্মার বাবদ ৪ লাখ টাকা দাবী করে। ব্যবসায়ীরা টাকা দিতে অপরাগতা জানালে ৪ দিন যাবৎ টিনপট্টির বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। পরে নিরুপায় হয়ে টিন পট্টি ব্যবসায়ীরাসহ হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা হাজীগঞ্জ বাজার সড়ক অবরোধ করে। এ সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক এক ঘন্টা অবরোধ থাকে। এতে দুরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। পরে সড়ক অবরোধের কথা শুনে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছেন। অফিসার ইনচার্জ মিজানুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমরান হোসেন ও পল্লী বিদ্যুৎ জিএম এর সাথে মোবাইল ফোনে কথা বলে সড়ক অবরোধকারী ব্যবসায়ীদেরকে বিদ্যুতের আশ্বাস দিয়ে সড়ক অবরোধ তুলে নেয়। পরে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দুকে শান্ত করে সড়ক অবরোধ তুলে নেয়। এ সময় তিনি জানান, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে উঠেছে। তারই প্রতিফলন আজকের সড়ক অবরোধ। বিদ্যুতের লোডশেডিংয়ের বিষয়ে বাজার ব্যবসায়ী জানান, বর্তমান স্বরাষ্টমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর চাঁদপুরের গর্ব, আমরা আশা করি হাজীগঞ্জ সহ চাঁদপুর জেলার বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে তিনি গুরুত্ব দিয়ে তা কমিয়ে আনবেন বলে ব্যবসায়ীদের বিশ্বাস এবং স্বরাষ্টমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বিদ্যুতের বিষয়ে গুরুত্ব দিয়ে দেখার জন্য ব্যবসায়ীরা জোরদাবী জানান।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।