প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় সিএনজি দূর্ঘটনায় দু’সহোদর মারাত্মক আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গতকাল দুপুর ১২ টায় সিএনজি যোগে চাঁদপুর থেকে হাজীগঞ্জ যাওয়ার পথে একই পরিবারের দুই ভাই ইব্রাহীম (১৫) ও ইসমাইল (৮) সিএনজি দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে।
সিএনজি চালক মোঃ হোসেন জানান, তার সিএনজিটিতে ৪ জন যাত্রী নিয়ে হাজীগঞ্জ যাওয়ার সময় পল্লি বিদ্যুত এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি সজোরে চালিয়ে এসে তার সিএনজিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এ সময় হাজীগঞ্জগামী আমার সিএনজিটি রাস্তার পাশে ছিটকে পরে এবং গাড়ীর সামনে বসা কুমার ডুগি এলাকার মিজানুর রহমানের ছেলে মহামায়া কওমি মাদ্রাসার ছাত্র দু-ভাই মাথা ও শরিরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। রক্তাক্ত অবস্থায় স্থানিয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখলে তাৎক্ষনিক ঢাকা প্রেরণ করেন। জানা যায় আহত দুই মাদ্রাসার ছাত্র গতকাল জুম্মার নামাজ আদায়ের জন্য হাজিগঞ্জ যাচ্ছিল।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।