প্রতিনিধি =
পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় ২ সন্তানের জননী কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২২ নভেম্বর শুক্রবার সকালে। চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদি খামার বাড়িতে। আমীর হোসেন ঢাকা জুরাইন এলাকার ইভা আক্তার (২৫)কে বিবাহ করেন। তাদের সংসারে অভি ও জান্নাত নামে ২টি সন্তান রয়েছে। ১০/১২ বছর ধরে আমির হোসেন প্রবাসে কাজ করছে। এই সুযোগে ইভা আক্তার স্বামীর অবর্তমানে অন্য ব্যক্তির সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। এই বিষয়টি ইভার ভাসুরসহ বাড়ির অন্যান্য লোক জনের দৃষ্টিতে পরে। এ নিয়ে বহুবার ইভার সাথে ভাসুর ও দেবরদের মাঝে বাকবিতণ্ডা হয়। ইভাকে বারবার সাবধান হওয়ার জন্য তারা বলেন, গতকাল সকালে পরকিয়া প্রেমের জন্য তার ভাসুর ইভাকে বকাঝকা করে। এতে ইভা অভিমান করে ঘরে রাখা ক্ষেতের পোকা মাকর নিধনের বিষাক্ত ঔষধ (এন্ডিন) খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। সকাল ৯টায় তাকে আহতবস্থায় চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।