পহেলা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দের প্রথম দিনে বিকেলে ঘুরতে না নেয়ায় স্বামীর সাথে অভিমান করে পৃথকভাবে ২ রমনী আত্মহত্যার চেষ্টা করেছে। এদেরকে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ১ আত্মহত্যাকারী পরিবারের সদস্যরা বিষ খাওয়া রোগীকে হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে ফেলেছে। প্রথম ঘটনাটি ঘটেছে, শহরের বড় স্টেশন এলাকায় বিকেল সাড়ে ৩টায়। বিষপান করা প্রথম ব্যক্তিকে তার স্বামীর সাথে বৈশাখের আনন্দে মাতোয়ারা হতে স্বামীকে চাপ সৃষ্টি করছিল। অর্থনৈতিক দৈন্যতার কারণে সুমির স্বামী তাকে ঘুরতে না নিয়ে যাওয়ায় সে প্রায় ৬০টির মতো ফ্যামিকন ট্যাবলেট সেবন করে। এরপর পরিবারের লোকজন দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা করে। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি দিতে চাইলে পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যায়।
অপর ঘটনাটি ঘটেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর শহরতলীর শাহতলী ইমানকান্দি গ্রামে। স্বামী জহিরুল ইসলামের সাথে স্ত্রী শিউলি বেগম (২০) বৈশাখের আনন্দে নিজেকে সামিল করতে চেষ্টা করে। তার স্বামী তাকে বারণ করায় পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ কলহের জের ধরেই শিউলি বেগম ঘরে থাকা বিষাক্ত এন্ডিন সেবন করে। সন্ধ্যা সাড়ে ৭টায় শিউলিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ওয়াশ করে ভর্তি দেয়া হয়। তার পরিবারের লোকজন একইভাবে তাকে হাসপাতালে ভর্তি না করে অন্যত্র সরিয়ে নিয়ে যায়।