মতলব উত্তর:
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচানী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন- ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। গতকাল সোমবার বিকেলে পাঁচানী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেন’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম এফসিএ। স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব শামসুল হক, সফিকুল ইসলাম, বাবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজউদ্দিন খান, যুগ্ম আহবায়ক তামজীদ সরকার রিয়াদ।
প্রধান অতিথি বলেন, বর্তমান মহাজোট সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করছে তার মাধ্যমে দেশের শতভাগ শিক্ষার হার অর্জন করতে হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নই এ সরকারকে বাঁচিয়ে রাখবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের সকল সেক্টরে উন্নয়ন ঘটিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষিসহ সকল সেক্টরে জনগণের স্বপ্ন পুরণে এ সরকার মাইল ফলক স্থাপন করেছে। যা অন্য কোন সরকার করতে পারে নাই। বর্তমান সরকার জনবান্ধব সরকার। এই সরকার দেশের মানুষের জন্য সব সময় উন্নয়নের পরিকল্পনা করে থাকেন। দেশকে বিশ্বের দরবারে মাথা উচু করে রাখতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আর সেই লক্ষ্যকে সামনে রেখে সকল এলাকায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।