বাবুরহাট দাসাদী এলাকায় পাওনা টাকা চাইতে গেলে যুবক মোহন পালোয়ান (২৫)কে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একই এলাকার রুবেল পাটওয়ারী (২৪) ও তার সাথে থাকা ৫-৬ জন যুবক।
আহত মোহন পালোয়ান জানান, তার বাড়ি বাবুরহাট দাসাদী ১৪নং ওয়ার্ডে। গত ছয় মাস পূর্বে একই এলাকার রুবেল পাটওয়ারীর পিতা অসুস্থ হলে পিতার চিকিৎসার জন্য রুবেল মোহনের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেয়। এ টাকা ১ মাসের মধ্যে দেয়ার কথা থাকলেও গত ৬ মাসে মাত্র ৩ হাজার টাকা পরিশোধ করে। গত রোববার বিকেলে মোহন পালোয়ান পাওনা বাকি ১৭ হাজার টাকা চাইলে রুবেল পাটওয়ারী সন্ধ্যায় দেবে বলে মোহনকে জানায়। পরে রুবেল পাটওয়ারী মোহনকে মোবাইলে ফোন করে রাত ৯টায় তার বাড়ির পাশের বাঁশ ঝাড়ের কাছে নিয়ে যায়। এ সময় তার পিতা সহিদ পাটওয়ারী এবং ভাই সেলিম পাটওয়ারীসহ ৫-৬ জন অজ্ঞাত যুবক মোহনকে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মোহনের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। তখন স্থানীয়রা আহত মোহনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। বর্তমানে মোহন পালোয়ান মারাত্মক আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের পরিবার জানায়, এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।