চাঁদপুর প্রতিনিধি ॥
পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে গত ১৬ ডিসেম্বর সন্ত্রাসীদের হামলায় ১৩২ জন শিশু শিার্থীসহ ১৪১ জন লোক নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার প্রতিবাদে চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে গত কাল দুপুর ২.৪৫ মিনিটে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর নেতৃত্বে মাতৃপীঠ মোড় থেকে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়্। সমাবেশে বক্তারা বলেন, পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে গত ১৬ ডিসেম্বর সন্ত্রাসীদের হামলায় ১৩২ জন শিশু শিার্থীসহ ১৪১ জন লোক নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত এবং এ নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের জনগণের মতো বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত। হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে না। এ ধরনের হিংসাত্মক ও অমানবিক ঘটনা ইসলাম কখনো সমর্থন করে না। আমরা আশা করি পাকিস্তান সরকার এ ধরনের ঘটনা রোধে উপযুক্ত কার্যকর পদপে গ্রহণ করবেন।
মিছিলে অন্যান্যোর মাঝে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মো. শাহজাহান মিয়া, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শাখাওয়াত হোসেন, শহর শিবিরের সাবেক সভাপতি মো. সাইফুল আলম, শহর শিবিরের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সবুজ,শহর জামায়াতের সহকারী সেক্রেটারী মাও.মো. আফছার উদ্দিন মিয়াজী, আব্দুল কাদের খানসহ জামায়াত শিবিরের নেতা-কর্মীরা।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।