খোরশেদ আলম শিকদার ঃ
পানিতে ডুবে দেড় বছরের শিশু বিউটির মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে সবার অজান্তে শিশু বিউটি বাড়ির পাশে ডোবায় গিয়ে মারা যায়। খোঁজাখুজির পর বিকেল সাড়ে ৩টার সময় লাশ পাওয়া যায়। শিশুটির বাবার নাম জিসান,মাতা আখি, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দক্ষিণ মাঝিগাছা গ্রামের বরকত উল্যাহ প্রধানিয়া বাড়ি। বিকেলে শিশুটির লাশ দাপন করা হয়। তার অকাল মৃত্যুতে মা,বাবা ভাই বোন আত্বীয় স্বজন পাগলপ্রায়।
শিশুটি গত মঙ্গলবার ঈদের দিনে হাতে মেহেদী দিয়েছিল। শিশুটির মৃত্যুতে বাবা মায়ের কান্না দেখে আসে পাশের লোকজনও চোখের পানি ধরে রাখতে পারেনি। এসময় তারা বলেন,বাবা,মা বা শিশুদের লালন পালনকারীদের সামান্য ভূলের কারনে পানিতে ডুবে অনেক শিশু মারা যায়। তারা আরো বলেন ছোট শিশুরা কোথায় যায় কি করে মিনিটে মিনিটে খোঁজ নেয়া প্রয়োজন।