প্রতিনিধি
চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা এলাকার মিয়াজি বাড়ির খলিল মিয়াজির কলেজ পড়ুয়া মেয়ে মরিয়ম আক্তার (২০)-কে পারিবারিকভাবে বিয়ের আয়োজনের একদিন পূর্বেই রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করেছে একই এলাকার মেরকাটিজ রোডের বিল্লাল খানের ছেলে প্রতারক প্রেমিক রাণা (২১)। এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেছে অসহায় মরিয়মের পরিবার।
ঘটনা সুত্রে জানা যায়, শহরের পুরাণবাজার হরিসভা এলাকার মিয়াজি বাড়ির খলিল মিয়াজির কলেজ পড়–য়া মেয়ে মরিয়ম আক্তারের সাথে গত ১৭ জানুয়ারি শুক্রবার পূর্ব জাফরাবাদ এলাকার আঃ রশিদ মিয়াজীর ছেলে নজরুল ইসলামের সাথে সামাজিক ও পারিবারিকভাবে বিয়ের দিন তারিখ ধার্য্য করা হয়। এ বিয়ে উপলক্ষে উভয়পক্ষ বিয়ের সকল ধরনের কাজ সম্পন্ন করে। কিন্তু বিয়ের ১ দিন পূর্বে অর্থ্যাৎ, গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার মরিয়ম তার বিয়ের দাওয়াত কার্ড নিয়ে নিতাইগঞ্জ তার বান্ধবীদের দাওয়াত দিতে গেলে পথিমধ্যে রানা ও সহপাঠীরা মরিয়মকে ফুঁসলিয়ে ভূঁইয়ার ঘাট দিয়ে নৌকায় পাড় হয়ে বড় স্টেশন মোলহেডে নিয়ে যায়। সেখান থেকে মরিয়মকে জোর করে তুলে নিয়ে চাঁদপুর বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়ে দু’জন স্বশরীরে উপস্থিত হয়ে শরিয়ত মোতাবেক ৮ লাখ টাকা দেন মোহরের ধার্য্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের ১ সপ্তাহ পার না হতেই প্রতারক রানা বিদেশ যাবে বলে তার স্ত্রী মরিয়মকে বাপের বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। কিন্তু পিতার সংসার ত্যাগী অসহায় মরিয়ম টাকা আনতে ব্যর্থ হলে শুরু হয় নির্যাতন। এক পর্যায়ে তাকে বেদম প্রহার করে ১ মাসের মধ্যেই বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। অসহায় পিতা খলিল মিয়াজী মেয়ের সুখের কথা চিন্তা করে তার মেয়ে মরিয়মের শশুরের দ্বারস্থ হয়। এ সময় শ্বশুর বাড়ির লোকজন এ বিষয় কিছুই জানেনা বলে সাফ জানিয়ে দেয়। এমনকি বিয়ের বিষয়টি সরাসরি অস্বীকার করে। অসহায় পিতা তার মেয়ের বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করে। পরে উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে একাধিকবার শালিশ বৈঠক হয়। কিন্তু রানার পিতা কোন সুরাহায় না এসে উল্টো মরিয়মের পরিবারকে মোবাইলে ও বিভিন্ন লোক মারফত প্রাণে মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে আসছে। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে যৎ সামান্য অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাঁপা দেয়ার চেষ্টা চালাচ্ছে। ফলে অসহায় পরিবারটি এ ব্যাপারে আইনের সহযোগিতা চেয়ে গত ৬ ফেব্র“য়ারি ২০১৪ তারিখে চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতারক রানা বিভিন্ন সময় বিভিন্ন মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব কেড়ে নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও রানার বিরুদ্ধে একটি ছিনতাই মামলা রয়েছে।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।