চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নানুপুর খান বাড়িতে নেশার টাকার জন্য বৃদ্ধ বাবা-মায়ের উপর অবাধ্য সন্তানের হামলা ও বসতঘর ভাংচুরের ঘটনায় পিতার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দেশীয় অস্ত্রসহ অবাধ্য সন্তানকে আটক করেছে।
গত ২১ নভেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক নোমান ছিদ্দিকী নানুপুর খান বাড়ি থেকে ঐ যুবককে দেশীয় ধারালো দু’টি অস্ত্রসহ আটক করে। জানা যায়, নানুপুর খান বাড়ির বৃদ্ধ মজিবুর রহমান খান তার বড় ছেলে মোঃ রাসেল খান (২৫)-এর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে। তিনি অভিযোগে উল্লেখ করেন তার ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে রাসেল সবার বড়। গত ২ বছর যাবৎ এলাকার সন্ত্রাসী ও মাদকাসক্ত যুবকদের সাথে মিশে রাসেল অপকর্ম করে বেড়াচ্ছে। নেশা করে বাড়ি ফিরে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। মাদকের টাকার জন্য পরিবারের লোকদের কাছে টাকা না পেয়ে এ ভাংচুরও সংসারে বিভিন্ন ক্ষতি করে থাকে। পরিবার ও আত্মীয়স্বজনকে বলেও রাসেলকে ভালো করা যায়নি। দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘর ভাংচুর করে। এমনকি নেশা করে পরিবারের লোকদের গালমন্দ করে। সে কুপিয়ে বসতঘরের টিনের তৈরি সকল বেড়া কেঁটে ফেলে।
এসব দেশীয় অস্ত্র নিয়ে রাসেল খান তার বৃদ্ধ বাবা-মাকে কোপাতে পর্যন্ত কয়েকবার এগিয়ে গিয়েছিলো। রাসেলের বৃদ্ধ বাবা মজিবুর রহমান খান জানান, গত রমজান ঈদের পর তাকে ভালো হওয়ার জন্য এক তরুণীকে বিবাহ করানো হয়। বিয়ের পর সে তার নববধূকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। তিনি আরো জানান, পুলিশ তাকে আটক করলে জেল থেকে বেড়িয়ে সে তাদের হত্যা করবে বলে হুমকি দিয়েছে। আটক রাসেল খান তার পিতা মাতাকে ফাঁসানোর জন্য ফাঁসি দেয়ার নাটক করেছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল শনিবার দুপুর ১ টায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সুত্রধর ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক রাসেল খানকে পিতা-মাতার উপর হামলার দায়ে ১ বছরের বিণাশ্রম কারাদ- দিয়ে জেল হাজতে পাঠিয়েছ।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।