প্রতিনিধি=
চাঁদপুরে এক পাষণ্ড পালিত পিতা কিশোরী কন্যাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে। আহত কিশোরীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনতা ঘাতক পিতাকে ছুরিসহ হাতেনাতে আটক করেছে। ঘটনাটি ঘটেছে, চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের আখনের ঘাট এলাকার সাদুল্লারচর গ্রামে গতকাল ভোর রাত সোয়া ৪টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাহিনা বেগম (৪০)-এর স্বামী হাসমত আলী অনেক বছর আগেই পৃথিবীর মায়া ছেড়েছেন। ঐ সংসারে হাসিনা আক্তার (১৪) নামে এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। পরবর্তীতে তিনি সন্তানদের কথা চিন্তা করে বহরিয়া এলাকার কাশেম গাজী (৫০)-কে এ দু’ সন্তানসহ পুনরায় বিবাহ করেন।
তিন বছর পূর্বে শাহিনা বেগম সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্ন ব্যক্তি ও সমিতির কাছ থেকে ধার-দেনা করে ওমানে চলে যায়। ৩ বছর কাজ করে প্রবাস থেকে শাহিনা বেগম প্রায় ৫ লাখ টাকা স্বামী কাশেম গাজীর কাছে ধার-দেনা পরিশোধ ও সন্তানদের ভরণ-পোষনের জন্য পাঠান। কিন্তু সম্পূর্ণ টাকা কাশেম গাজী নিজেই ব্যক্তিগত কাজে আত্মসাৎ করেন। ইতিপূর্বে কাশেম গাজী শাহিনা বেগমের পূর্বের সংসারের কিশোরী কন্যা হাসিনা আক্তারকে বিভিন্ন অজুহাতে মারধর করতো। এ কারণে হাসিনা বাড়ি থেকে নারায়নগঞ্জে চলে যায় এবং নারায়নগঞ্জের টানবাজার এলাকার রিগেড গেঞ্জি কারখানায় গার্মেন্টস কর্মী হিসেবে কাজ নেয়।
গত ৩০ অক্টোবর বুধবার হাসিনার মামা আব্দুস সাত্তার গাজী ভাগনীকে পার্সপোট করানোর জন্য নারায়নগঞ্জ থেকে চাঁদপুরে নিয়ে আসেন। হাসিনা রাতে মামার বাড়ি সাদুল্লার চরে থাকে। ঘাতক পিতা কাশেম গাজী মেয়ে আসার খবর পেয়ে রাতে ঐ বাড়িতে যায় এবং সেখানেই সে রাত্রী যাপন করে। ভোর রাত ৫ টায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাশেম গাজী তার সাথে করে নিয়ে যাওয়া একটি ধারালো দেশীয় ছুরি দিয়ে হাসিনা আক্তারের বুকের মধ্যে ছুরিকাঘাত করে। এতে হাসিনা গুরুতরভাবে জখম হয়। বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে ছুরিসহ কাশেম গাজীকে হাতেনাতে ধরে আটক করে।
আহত হাসিনা জানায়, ইতিপূর্বেও কাশেম গাজী তার মা বিদেশ চলে যাওয়ার পর বেদমভাবে প্রহার করেছে এবং হত্যার চেষ্টাও করেছিলো। গতকাল ছুরিকাঘাত করে আমাকে বলে তোকে প্লেনে তুলে দিয়েছি মায়ের কাছে চলে যা। ২য় বার ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলে তা ধরতে গিয়ে আমার বা হাত কেটে যায়। এমন জঘন্য পিতা এ সমাজে আছে বলে আমার বিশ্বাস হয়না। আমি এমন নরপশু পিতার শাস্তি দাবি করছি। এদিকে ঘাতক আবুল কাশেমের সাথে কথা বললে সে জানায়, আমি কী জন্য করেছি, তা আমি বলতে পারবো না। এ ব্যাপারে আহত হাসিনা আক্তারের মামা সাত্তার গাজী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।