প্রতিনিধি
চাঁদপুরে পুকুরে ডুবে ইসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ইসান সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ধমকেরগাঁও গ্রামের মো. সোহেল হোসেনের ছেলে। বুধবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলামেইলকে জানায়, সকাল ১০টার দিকে ইসান অন্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।