প্রতিনিধি
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে ও শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিএনপি তথা ১৮ দলীয় জোটের ডাকা ৩য় দফায় টানা ৭২ ঘন্টা অবরোধ চলাকালে শহরের পুরাণবাজার এলাকায় অবরোধকারীরা বেশ কয়েকটি অটো রিক্রা ভাংচুর করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘœ ঘটায়। গতকাল ৭ নভেম্বর শনিবার সকাল ৯টায় জাফরাবাদ চালতা গাছ মোড়, হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায়, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি চুন্নু খান, সাধারণ সম্পাদক আনোয়ার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল গাজী, সদস্য হারুনের নেতৃত্বে ২টি অটো রিক্রা ভাংচুর ও রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দেয়। অপর দিকে ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বাদশার নেতৃত্বে লোহারপুল সংলগ্ন ছৈয়াল বাড়ির সম্মুখে রাস্তায় টায়ারে আগুন দেয় এবং অবরোধের পক্ষে একটি মিছিল বের করে। এ দিকে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির আইসি এসআই এবিএম গোলাম মোস্তফা ও এটিএসআই মোঃ কাসেম সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর থেকেই লোহারপুল ও আশ-পাশের এলাকায় অবস্থান নিয়ে টহল দিতে দেখা যায়। কিন্তু অবরোধকারীরা তাদের চোখ ফাঁকি দিয়ে জ্বালাও-পোড়াও করেছে। ঐতিহ্যবাহী ব্যবসায়িক এলাকা পুরাণবাজারকে হরতাল মুক্ত রাখতে ব্যবসায়ী, সাধারণ জনগণ ও পুলিশ প্রশাসনের আন্তরিকতা থাকলেও এক শ্রেণির যুবক অবরোধ চলাকালে তারা বুঝে না বুঝে এসব জ্বালাও-পোড়াও চালিয়ে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ মনে করে উল্লেখিত স্থানগুলোতে পুরাণবাজার ফাঁড়ি পুলিশের পাশাপাশি মডেল থানা পুলিশের টহল বৃদ্ধি করা খুবই জরুরি।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।