পুরাণবাজার ফাঁড়ি পুলিশ কর্মকর্তা ও একজন ওয়ার্ড কাউন্সিলরের মহতী উদ্যোগে মাদক বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন স্থানীয় ৪ জন চিহ্নিত মাদক বিক্রেতা। শুধু তাই নয়, আগামীতে তারা মাদকের সাথে জড়িতদের পুলিশে ধরিয়ে দেয়ার প্রতিজ্ঞাও করেছেন। এতে মরণনেশা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ওই চার ব্যক্তিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং এলাকাবাসী।
মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ওই চারজন হলেন দুধবাজার এলাকার অলী খান ওরফে অইল্যা, মধ্য শ্রীরামদী কবরস্থান এলাকার খালেক পাটোয়ারী, মেয়র রোডের মোঃ কালু ও সাত্তার গাজী। গতকাল রোববার সন্ধ্যায় পুরাণবাজার পুলিশ ফাঁড়িতে সশরীরে তারা হাজির হয়ে আর মাদক বিক্রি করবে না মর্মে অঙ্গীকার করেন। এ সময় ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জাহাঙ্গীর আলম ও পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং আলোর পথে ফিরে আসা ৪ ব্যক্তিকে সকল প্রকার সহযোগিতা করাসহ কাজের নিশ্চয়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পুরাণবাজার পুলিশ ফাঁড়ির এটিএসআই আলাউদ্দিন, চাঁদপুর শহর যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোবারক প্রধানীয়া, ক্রীড়া সম্পাদক আলী বেপারসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।