মিজানুর রহমান
চাঁদপুর শহরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজারে গত মঙ্গলবার ও এর দুই দিন আগে রোববার রাতে ৫ দোকানে চুরি সংঘটিত হয়েছে। এর মধ্যে এক রাতেই পর পর ৪টি দোকানে চুরি হয়। নগদ অর্থসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত দোকানিরা জানিয়েছে। চুরির ঘটনা পুরাণবাজার ফাঁড়ি পুলিশ ও কমিউনিটি পুলিশ অঞ্চল-২-এর কর্মকর্তাদের জানানো হয়েছে। মঙ্গলবার রাতে পশ্চিম বাজার মদিনা মসজিদ সংলগ্ন ট্রলারঘাট এলাকার সাহেব আলী, শওকত, কাদির ও রুহুল আমিনের কনফেকশনারী এবং চায়ের দোকানের তালা ভেঙ্গে চোর নগদ অর্থসহ বিভিন্ন মালামাল ও জিনিসপত্র নিয়ে যায়। দোকানদার রুহুল আমিন (৪০) জানায়, তার দোকানের ক্যাশ থেকে নগদ ৭ হাজার ৪শ’ টাকা এবং প্রায় ১০ হাজার টাকা মূল্যের সিগারেট নিয়ে গেছে। আরেক দোকানি কাদির (২০) জানায়, তার দোকান থেকে মোবাইল সেট, চার্জার লাইট, স্ট্রাবিলাইজার এবং কনফেকশনারী সামগ্রীসহ প্রায় ১৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এছাড়া গত ২০ অক্টোবর রোববার রাতে ট্রাঙ্ক পট্টি রশিদ ম্যানশনের বিসমিল্লাহ স্টোরে রেডিমেড গার্মেন্টস্ ও কসমেটিকস দোকানে চুরি সংঘটিত হয়। দোকানি সুমন (১৮) জানায়, তাদের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৬৮ হাজার টাকা নিয়ে যায়। চোর পরিকল্পিতভাবে তালার জায়গায় তালা বদ্ধ রেখে ডুপ্লিকেট চাবি দিয়ে সার্টারের তালা খুলে চোর ভেতরে প্রবেশ করে তাদের এ ক্ষতি করেছে। খবর পেয়ে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখিত চুরির ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চোর শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধার হয়নি। দু’ দিনের ব্যবধানে একাধিক চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছে।
চাঁদপুর নিউজ সংবাদ