
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দেলু সর্দার মার্কেটের দোকানসহ লোহারপুলের ১৫/২০টি দোকানের সার্টার কোপানো এবং বাসা বাড়ির গ্লাস ভাংচুর করা হয়। এ সময় চলে ধারালো অস্ত্রের মহড়া। খবর পেয়ে পুরাণবাজার ফাঁড়ি ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ দুই পক্ষকে ধাওয়া করে রাত ১১টায় পরিস্থিতি শান্ত করে। ক্ষমতাসীন দলের দুই ওয়ার্ডের দুই নেতার ছেলের মধ্যে জুনিয়র-সিনিয়র নিয়ে পূর্ব দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে বলে একটি সূত্রে জানা যায়।
ওই সূত্রটি জানায়, লোহারপুল এলাকার আওয়ামী লীগ নেতা মফিজ বেপারীর ছেলে ফারুক বেপারীর সাথে পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগ নেতা মোহাম্মদ আলী মাঝির ছোট ছেলের সিনিয়র-জুনিয়র নিয়ে বিবাদ হয়। এর জের ধরেই দুই পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া ও হামলায় জড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে লোহারপুল ও পলাশের মোড়সহ বাজারের অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। সাধারণ ব্যবসায়ী ও এলাকার নিরীহ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।