স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে মাদকাসক্ত দু’ভাইকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম তাদের আটক করেন। আটকৃতরা হলেন ডাঃ আঃ ওয়াদুদের দুই পুত্র সাখাওয়াত (৩৮) ও আঃ আলিম (৩৫)। এর আগে শুক্রবার সকালে আঃ আলিম ও সাখাওয়াতকে হাতে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তাদের উদ্ধার করে। তবে এলাকাবাসী কেউ কেউ জানায় বড় ভাই সাখাওয়াত ছোট ভাইকে শিকল দিয়ে বেঁধে নাকে মুখে পানি ঢেলে হত্যা করতে চেয়েছিলো।
পুরাণাবজার পুলিশ ফাঁড়ি ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ডাঃ আঃ ওয়াদুদুদের দুই ছেলেই মাদকাসক্ত। ঘটনার দিন শুক্রবার এলাকাবাসী তার বড় ছেলের ডাক চিৎকার শুনে ছুটে এসে দেখেন বড় ভাই সাখাওয়াতকে হাতে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এদিকে শিকলে বাঁধা সাখাওয়াত উপস্থিত এলাকাবাসীকে চিৎকার করে জানায় তার ছোট ভাই আ. আলিম ও মা তাকে নাকে মুখে পানি ঢেলে হত্যা করার চেষ্টা করেছিলো। আটক দু’ভাইয়ের মা জানান, তার বড় ছেলে সাখাওয়াত মাদকাসক্ত। নেশা অবস্থায় সে খুবই উগ্র হয়ে যায়। ঘটনার দিন সকালে সে মাদকাসক্ত অবস্থায় মাকে এবং ছোট ভাইকে মারধর করে। পরে বাধ্য হয়ে ছোট ভাই এবং মা মিলে তাকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। কিন্তু স্থানীয় এলাকাবাসী বিষয়টি ভুল বুঝে মাদকাসক্ত সাখাওয়াতের কথাকে বিশ্বাস করে পুলিশকে খবর দেয়। পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, মাদকাসক্ত আটক দুই ভাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।